সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: ‘ঘুড্ডি’ – খোকন কুমার রায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘুড্ডি

খোকন কুমার রায়

কত রঙের ঘুড্ডি ওড়াই
মারি মাঞ্জা সুতায়
মাঝে মাঝে মারে কাইত
ঢিলা দিয়া উঠাই!
কার আকাশে ওড়ে ঘুড্ডি 
ঝিলমিল ঝিলমিল করে
হঠাৎ কখন পড়ে পাকে
থাকি যে ভাবনায়!
কাঁচা হাতে ঘুড়াই লাটাই
কত না কৌশলে
মধ্যে মধ্যে অদৃশ্য হয়
মেঘের আড়ালে! 
কোন সময়ে কাটবে সুতা
জানেন মালিক সাই
লাটাই শুধু রইবে পড়ে
ঘুড্ডি হারাবে অজানায় !
তবু উড়াই রঙের ঘুড্ডি 
রঙিন স্বপ্নে ভেসে
ছিড়ে গেলে মেরামতে
বৃথা সময় যে কাটাই!

আরো পড়ুন:

কবিতা: `কালো স্বপ্নজাল’ – খোকন কুমার রায়

কবিতা ঘুড্ডি খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন